হুট তোলা রিক্সায় বাসন্তী রঙ শাড়ী, খোঁপায় বেলীফুলের মালা
টুংটাং আওয়াজ বড়ই মধুর, ট্র্যাফিক জ্যাম হোক আরো দীর্ঘতম।
ভালবাসা বাড়ে পাঁচ টাকার ঠোঙ্গা ভর্তি বাদামে।
ও নরম হাতের স্পর্শে নিঃশ্বাস ভারী, অধরে জমে প্রেম
হাতে ছুঁয়ে দেখার ইচ্ছে হাজার বছরের।
বিকেল গড়িয়ে সন্ধ্যার একটু আগে গোধূলি, চিবুকের টোলে
হারায় মন, জীবন বড়ই তুচ্ছ ব্যাপার।
ছেড়ে আসতে আসতে বারংবার ফিরে তাকানো ও মুখ পানে
কি বিষাদ! বোঝানো দায়।
হৃদয় সমর্পণ তোমাতে, শূন্য হাতে রিক্ত  দেহাবশেষ,
আমার আমি তোমাতেই বিভোর।
রাত বাড়ে, কামনা নয়, টান অনুভব ভিষণ রকম
বুকের বাম পাশটার আরো গভীরে। ওটা মনে হয় মায়া
তোমার প্রতি, আলাদা করে শুধু তোমার জন্যই।
রাতের জোছনা ছুঁয়ে দেখো হাত বাড়িয়ে, বিশ্বাস করো
হৃদপিণ্ডের খুব কাছে আমার অনুভব, তোমার।
আমি রয়েছি জানালা খুলে, তোমার খোঁপার বেলীফুলের সুবাসিত হাওয়ার অপেক্ষায়।
নামে আঁধার, ঘুম চোখের উঠোন জুড়ে,
চোখের পাতার মিলনে ঐ উঠোনে তোমার উপস্থিতি জোড়ালো।
তুমি ছুঁয়ে যাও, আমি শিহরিত, তোমার অধরে আমার ব্যাকুলতা
মনে হয় মুহূর্তেই সমস্ত অস্তিত্ব ময় তোমার অনুভব।
সব বাঁধন হয় ছিন্ন, জানালা ছুঁয়ে সোনা রোদ
থেকে যায় বেলীফুলের সুবাস ঘর জুড়ে, আর
আমি খুঁজি আমার হৃদয়ে তোমার অস্তিত্ব।