যতদিন তোমাতে ছিলাম প্রয়োজন,
বুকে রেখে করেছিলে প্রিয়জন।
তোমার এখন বিলাসী মন,
প্রয়োজন! বিলাসিতায় বড্ড বেমানান।
বৃষ্টি ধারায় ভিজেছে যে সকাল,
দিনশেষে রোদ সে যতই আলো ছড়াক,
শিশির জড়ানো একটা মিষ্টি সকাল কি আর আসবে?
একসাথে কাটানো সময়গুলো নিজের ছায়ার মতন,
আসলেই কি ছায়া ছেড়ে পালানো যায়? মৃত্যুহীন।
বারংবার মনে পড়ে তোমার কথা, গান, স্মৃতি কিংবা
তার থেকেও আরো অনেক বেশি।
তোমার আমাকে ভুলে যাওয়া, কেমন করে?
ধরো, গোধূলি বেলায় রক্তিম আভা ছুঁয়ে আকাশ দেখা,
একটাও কি গোধূলি কেটেছে আমি ছাড়া?
বিকেলের আড়মোড়া ভেঙে কফির পেয়ালায় উষ্ণতার ঠোঁট,
তপ্ত দুপুরে তেঁতুল বন পেড়িয়ে হিজল তলার পুকুরে অলস সাঁতারে,
অথবা তার খানিক বাদে ভাত ঘুমে বুকের জমিনে মোমের মতন গলে যাওয়ায়, আমি কি নেই?
জোছনার জল ছুঁয়ে নিশি যাপন,
নারকেল পাতা বেয়ে নামে চাঁদ।
ঝিঁঝিঁ পোকার ডাকে সময় বহমান নিশ্চুপ নিশ্বাসে,
আমি নেই কোথায়? তোমার কোন প্রহরে?
তারপরও যদি বিলাসী তুমি বলো, ভুলে থাকবে, থাকো।
আমি প্রয়োজন হয়ে থাকলাম প্রিয়জনের তরে।।