যে কথা স্পৃষ্ট তা মীমাংসিত আর সুন্দর
আর যে কথা কণ্ঠ ও জিহ্বা পাড় করেনি,
তা বড় ভয়ংকর এবং নিষ্ঠুরতম।
তোমার উচ্চারিত প্রতিটি কথায় সম্মোহিত হয়েছি আমি বারংবার।
অনুচ্চারিত কথা মালায় ক্ষত-বিক্ষত এই আমি
হারিয়েছি সব যা কিছু আমার, নেই অবশিষ্ট আর হারাবার।
কিছু না বলেই তোমার চলে যাওয়া আজও অমীমাংসিত,
জীবন খুড়িয়ে খুড়িয়ে মৃত্যুর দরজায়, করাঘাত অবিরত।
হিসেব মিলে না কি ছিল অনুচ্চারিত কথামালা? কেন-ই-বা অস্পষ্ট?
কালের বিবর্তনে প্রায়ই সব আবার দৃশ্যমান
মানুষ! বিবর্তনে আর ফিরে না, ফিরতে পারে না।
সমস্ত অস্তিত্ব বিলীন আমার, তোমার প্রস্থানে
বলছি তোমায়, কোন কিছু বিনিময়ে কি আর পড়ে না মনে।
প্রতিনিয়ত ভাংচুরে উদ্বাস্তু আমি নিজ সীমানায়,
আমার কাছে এখন খুব স্পৃষ্ট ভাঙ্গনে কি করে সর্বস্ব হারায়।
নদী এক পাড় ভাঙ্গে অন্য পাড়ে দাঁড়িয়ে তার সৃষ্টি,
রবির আলো নির্বাসিত আমার পৃথিবী ময়, অদ্যবদী বৃষ্টি।
    হোক অবসান এবার সকল ব্যথার
    তোমার ফেরায় নিশ্চয় নয়,
    আমার অবস্থান পরিবর্তনে
    হোক সে আমার মরণে।
তুমি হও অবিস্মরণীয়..........
আমার ক্ষয়ে যাওয়া হৃদয়ের বিনিময়ে।