বৃষ্টি দেখার নেমন্তন্ন আজ কতদিন,
আমার বুক পকেটেই যার অবস্থান।
কত আষাঢ়-শ্রাবণ মাস গেছে অপেক্ষায়, তাঁর
দূর্বাঘাসের বয়স বাড়ে, হাত ছুঁয়ে যার মহাকাল।
চাঁদের প্রস্থানে আমাবস্যা দীর্ঘ হয়, সাগরের মতন
আমি খুঁজি কূল, কিনারা থেকে অতঃপর
যতদূর যায় সময়ের স্রোত।


বৃষ্টি নামে রোজ এই ব্যস্ত শহরের অলিতে গলিতে,
ব্যবধানের দেয়াল ক্রমশ অতিক্রম করে মেঘেদের সীমানা।
জোছনার টানে ভরা যৌবনে ভাসে নদী ও নারী,
আমি নদী চিনেছি ভাঙনের উল্লাসে, নারী আজও অচেনা।


আর কতদিন, কতকাল, কত প্রহর পর হবে অবসান প্রতিক্ষার?
বৃষ্টি কি ছুঁয়ে যাবে? চৌচির সেই পথ, এতকাল যার অপেক্ষায়।
ভেঁঙে যাওয়া জনপথ আবার জানান দিচ্ছে তার অস্তিত্ব,
জেগে উঠা নতুন চড়ে
আমার বৃষ্টি বিলাস তখনও অপূর্ণতার দোলাচালে,
ফিকে হয় জোছনার রঙ পূর্ণ চন্দ্রগ্রহণে।