জোছনার বিশ্রামে পঞ্চমীর চাঁদও ঘুমায়,
বিনিদ্র রজনী কাটে নিস্তব্ধতায় কারো অপেক্ষায়।
ঝরে পড়া শুকনো পাতায় মিশে নীরব অভিমান,
কেউ কি ফিরে? যে ছিন্ন করে গেছে সব পিছুটান!
তারপরও দূরের বাতিঘরে থাকে চোখ চেয়ে অপলক, নারকেল পাতা ছুঁয়ে জোছনার জলে স্নান অপূর্ণ থাকুক।
ভাঙা স্বপ্নের খামে লেখা যে চিঠি, পাবে কি খুঁজে প্রাপক? হৃদপিণ্ড ছুঁয়ে থাকে যে ব্যথা'রা, কি করে ভুলে সেই শোক?
ঝড়ে ডানা ভেঙেছে যে পাখির, তাতে ঝড়ের কি হয়েছে ক্ষতি?
চাইলেও কি যায় উড়া? চারিপাশে বিধ্বস্ত জনপদের বিবর্ণ স্মৃতি।