কতদিন হয়নি হাঁটা, ছাঁদে
সারাদিন আকাশের কান্না শেষে।
হয়নি দেখা আজ কতদিন, জোছনা আর জল
মেঘভাঙ্গা চাঁদের ঢেউ! পা ছুঁয়ে তোমার, নূপুরের ছন্দে।


নেইনি বুকের উষ্ণতা জড়িয়ে বুকে,
হাত দিয়ে ছুইনি ও মুখ ।
ভুলেরা তুলেছে দেয়াল দু'জনায় যবে।


অনাদিকাল প্রতীক্ষায়, অবস্থান তোমার অজানা
মাইলের পর মাইল পাড়ি দিয়েও
আজও আমার খোঁজ পূর্বের ঠিকানায়।        


অনেক কিছুই বদলেছে, কতকিছু গেছে যে হারিয়ে
তোমার প্রতি আমার অনুভূতি এখনোও আগের মতোই।


আমি বদলাতে বদলাতে অপেক্ষায় ওপারের।
           তবুও আশা রাখি,
আঙ্গুলে আঙ্গুল রেখে বসে খোলা আকাশে,
একসাথে ভিজবো জোছনার জলে চান্নি-পসরে
আর একবার, সব শেষের আগে।