তোমারই ভাবনা গুলো চোখে করে ভীর,
নিদ্রাহীন নিশী আমার কেবলই হয়ে যায় ভোর।
খুঁজে চলে পাগল এ মন শুধু তোমার ঠিকানা
চেনা সে মুখ একটু একটু করে হয়ে যাচ্ছে অচেনা।


পাহাড়ের অশ্রু নদী হয়ে ছুটে যায় অচেনা সাগরে,
জানি সে ভালবাসার টান, মিশে মোহনায় মিলনের সুরে।  
আমার চোখের নোনা জল তুমি শুধু বুঝলে না।


পূর্ণিমা রাত,অপরুপ ধরণী, জোছনায় জোছনায় আলোকিত,
জানলো কি কেউ? চাঁদ কে সাজাতে সূর্য পুড়লো কত।
পোড়া হৃদয় পুড়লো আরো একবারও তুমি দেখলে না।