যে বাঁশি গেছে ভেঙ্গে কি লাভ? তাতে সুর তুলে।
কি আশায় তাকে রাখি পাঁজরে? যে গেছে ভুলে।
ভাঙ্গা বাঁশিতে সুর আজ বেসুরো,
ক্ষয়ে যাওয়া পাঁজরে ব্যথা অবিরত।
আলোর পিছে আলেয়া দেখিনি আমি,
অশ্রু জমে পাথর, চোখের নদী শুকিয়ে মরুভূমি।
সুখের আশা সকলই আমার মরীচিকা,
পাশাপাশি থেকেও সমান্তরাল বরাবরই আমি একা।
আমার পৃথিবী ছিল তোমায় ঘিরে, দৃষ্টি বরাবরই তোমাতে,
হাত রেখে এই হাতে স্বপ্ন সাজালে তুমি অন্য পৃথিবীতে।
আমার সাজানো বাসর শূন্য রয় পড়ে
আধার করে আমার ঘর প্রদীপ জ্বেলেছ অন্য ঘরে।
সুখ নিয়ে সুখের নগরে হও তুমি রানী
আমার ভুল আমারই থাক, ভেবে নিবো ছিলে তুমি অভিমানী।
তবুও নও তুমি দোষী, আমিই বুঝিনি তোমায়
মানুষ হেরে যায়, আমিও পরাজিত, ভালবাসার হয় না পরাজয়।
এই ভেবে বেঁচে আছি, হয়তোবা বেঁচে থাকবো
ভালবাসাকে রাখতে জয়ী, তোমায় ভালবেসে যাবো ...........  অনন্তকাল ধরে।