চাঁদের অপেক্ষায়,
তোমার অধর ছুঁয়ে ভাসাবে
আমায়  জোছনা জলে।
যখন যায় ডুবে পঞ্চমীর চাঁদ
পুড়ি আমি বিরহ  অনলে।
হাসনাহেনা গন্ধ ছড়ায়
কামনার মাদকতায়,
তোমার টান অনুভূত
প্রতিটি শিরা উপশিরায়।
দক্ষিণা সমীরণ খোলা চুল স্পর্শে
ছুঁয়ে যায় আমায় আরো গভীরে।
বাড়ে অপেক্ষা, শ্বাস দীর্ঘ থেকে দীর্ঘ
অতঃপর নদী ধাবিত উষ্ণতার সাগরে।