আমি কি তোমার দীর্ঘশ্বাস হতে চেয়েছি?
আমি চেয়েছি তোমার শ্বাস-প্রশ্বাস হয়ে হৃদপিণ্ড ছুঁয়ে বাঁচতে।


আমি হাসনাহেনায় শিশির হয়ে জোছনা বিলাসে
উজার করতে চেয়েছিলাম নিজেকে,
বেমালুম ভুলে গিয়েছিলাম, তোমায় পাওয়ার উন্মাদনায়
চাঁদেরও যে আমাবস্যা আছে।


আমি বৃষ্টির জলে ভাসিয়ে দিতে চেয়েছিলাম যত কষ্ট আমার,
হায় নিয়তি! মেঘের উপরে চিবুকের বসবাস।


যে নদী মরে যায়, মিশে না সে আর মোহনায়
কি করে বুঝবে সে, কি আছে সাগরে?
কচুরিপানা আর পরজীবি দখল করে তাঁর বুক।


তবে, আমিও কি মরা নদী? ভাঁঙ্গে নাকো কোন কূল,
কেমন করে জাগবে আবার পলি নিয়ে নতুন কোলাহল?