এক সাথেই দেখলে স্বপন, যায় কি বাঁধা একই সাথে ঘর,
একসাথে চলতে চলতে কাছের মানুষ হয়ে যায় পর,
তুমি আমার মনের ভিতর কখন যেন তুলে দিলে হৃদয় ভাঙা ঝড়।


চোখও যে নদী হতে পারে, জানা গেলো তাঁর চলে যাওয়ার পরে,
চোখের নদী শুকিয়ে যাক, মন তুই পড়ে থাক বেদনার বালুচরে,
এমনি কপাল! চাঁদের আলোও আসে না আমার যে ভাঙা ঘর।


আমি ভালবাসার দিবো না দোষ, সে নেই আমার ভাগ্য লিপিতে,
আমার সকল ব্যথা আমারই, সে সুখী হোক তাঁর সুখের পৃথিবীতে,
সব পাখি ফিরে যাবে নীড়ে গোধূলি ধরে, আমার পৃথিবী জুড়ে থাক অমাবস্যার অন্ধকার।