আমি আমার না হয়ে তোমাতেই ছিলাম বিভোর,
তুমি! আমার আকাশ আঁধার করে,
অন্য আঙিনায় ঝলমলে রোদ্দুর।
উড়ে শিমুল তুলা, উড়ে বক, শালিক,
উড়ো মন তোমার।
আমি ডানা কেটে পড়ে রই তোমার অপেক্ষায়
একই গল্প, কবিতা কিংবা অনাদরে শুঁকিয়ে যাওয়া
গোলাপ এক, না গন্ধ না ঘ্রান, পালা চূর্ণ হওয়ার।
ধূসর বিষন্ন গোধূলি নামে আমার চোখ জুড়ে
সময় রূপ বদলায় সকাল থেকে রাত
আমার অশ্রু নদী ছুটে বিষাদের মোহনায়,
হৃদয় গহীনে অষ্টপ্রহর বেদনার আর্তনাদ।
অতঃপর সকলই শান্ত......
স্বীকার করে আসা চির সত্য।