আমার স্বীকার করে নেয়া ভুল,
তুমি না হয় একবার ক্ষমা করেই দেখতে
তাহলে আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো।
নক্ষত্রের রাত, জোছনার জল, স্নিগ্ধ সকাল,
সোনা রোদ ছুঁয়ে বুকের পরে আলতো ছোঁয়ায় উষ্ণতা।
অথচ আমার আকাশময় এখন ধূসর গোধূলি,
ডানা ভেঙে পড়ে থাকা শালিক কিংবা পেঁচা।
আর একবার না হয় সুযোগ দিয়ে দেখতে,
আমি কেমন করে বদলে যেতাম,
তোমার চাওয়ার মতন করে,
আমার আমিত্ব তোমাতে বিলিয়ে।
আমার একাকিত্বের অবসান চেয়েছিলাম তোমার নিয়ে।
তোমার জায়গাটা খুব সহজেই এখন নিকোটিনের দখলে।