সাদা সুতোয় লাল হিজলের ফুল
একটার পর একটা সাজিয়ে মালা
অপেক্ষার পালা হলো শুরু, তাঁর অপেক্ষা!


কেমন করে বদলে যায় সময়, বদলায় দিন-রাত
গাছ বিলুপ্ত, মালা শুকালো, সুতো ছিড়েছে বয়সে
আমার অপেক্ষার কি হবে অবসান? শূন্য যে হাত।


নদী শুকালো, জল ফুরালো, শ্যাওলায় ভরেছে দু'কুল
ঢেউ হারালো, চড় জেগেছে, চাঁদ ভাসে না আর জলে
তাতে কি আর হবে অঞ্জলি? ধূলোয় লুটিয়েছে যে ফুল।


নিকোষ কালো অন্ধকারে কাঁঠালচাঁপায় অমাবস্যা
জোছনার কি বয়স বাড়ে? চোখের পাতা ঝাপসা করে  
ফিরবে কি পঞ্চমীর চাঁদ? অশ্রু জলে ভেসে যাক জ্যোৎস্না।


আমি ঘুমিয়ে পড়ি কাঁঠালচাঁপার গন্ধে,
তবে হোক অবসান অপেক্ষার শীতল ঘুমে,
হিজলের ফুল উড়ে যাক দমকা হাওয়ায়,
থাকলো না আর দাবি কোন চাওয়া-পাওয়ায়।।