আমি এখনও রোজ দাঁড়াই
রেল স্টেশনের বট গাছটার নিচে,
তার অপেক্ষায়।
স্টেশন! আগের মতো আর নেই,
দু'চার বার মেরামত হয়েছে মাঝে
আবার বিল পাশ হয়েছে।
মজিদ মিয়া! স্টেশন মাষ্টার,
গত হয়েছেন বছর ছয় হলো।
বকুল গাছটা কাটা পড়েছে গেলো মেরামতে।
আমি এখন আগের মতন আছি, শুধু
চুল গুলো যা অভিমানে রং বদলেছে।
চোখে মোটা ফ্রেমের চশমা আদিপত্য।
এইতো সেদিন হাত ছুঁয়ে বলেছিলে
তুমি আসবে! নতুন করে বাঁধবে কলাপাতায় সংসার।
হাওয়া বদলায় সময়ের ঘড়ি ধরে হিসেব করে
যে প্রহর গেছে প্রতিক্ষায়, মিলবে সে কোন ক্ষতি পূরণে?
জানি মিলবে না, তবুও ফিরে আসো প্রতিক্ষার বন্দরে।
হোক অবসান, জীবন অথবা অপেক্ষার..........