কেন তুমি আবার ফিরতে চাও আমার এই পরিত্যক্ত মন নগরে?
তোমাকে বিদায় দেয়ার পর, আর কি হাড় আছে অবশিষ্ট পাঁজরে?
যে হাত রিক্ততায় অহর্নিশ, সে হাত দানে বড়ই বেমানান।
তবে বলছি না ফিরে যাও, জায়গা নেই যে বলবো থেকে যাও।
যে ঘর বাঁধবার স্বপ্ন ছিল হিজল তলায়, আসলেই কি তা সম্ভব?
ডাহুকের ডাক অথবা সাদা মেঘ হয়ে ভেসে যাওয়া,
সত্যি কি হয়? জানি সবই আবেগী মনের চাওয়া।
যদি তাই না হবে, তবে কেন এই পুনরাবৃত্তি
কেন-ই-বা তোমার আমার গত কুড়ি বসন্ত ধূসর?
হিজল তলার ঘর আমি হৃদয়ে বেঁধেছি, তুমি বুঝোনি
আমার একাকীত্বে যে প্রেম! আমি চাই না এখানে আর কোন বিচ্ছেদ।
যে পথের গন্তব্য ভিন্ন, তবে কেন এ মিছে মায়া, মরিচিকা।
দিনশেষে প্রতিটি মানুষ ভীষণ রকম একলা একা।