আমি কান্নায় ভেঙে পড়ি না
কান্না আমার কাছে বৃষ্টির মতন
সব কিছু ধুয়েমুছে সতেজতায় পরিপূর্ণ।
আমার বড্ড বেশি ভয়, ছলনায়
সব কিছু এলোমেলো করে দেয়,কালবৈশাখীর ন্যায়।
ভেঙে দেয়, উড়িয়ে নেয়, সর্ব শান্ত করে বসতি
বুকে ফলার মতন বিঁধে থাকে, আপন মানুষের কষ্ট।
ছলনা হলো এমন, আমি হাত বাড়ালাম উষ্ণতা তরে,
আর সে পরম যতনে খুব গোপনে আগুন দিলো দু'হাত ভরে।
আমি জানি আগুন, তারপরও
ফুল ভেবে নিলাম ভুল করে ভালোবেসে।
ফুল শুকিয়ে যায়, গন্ধ ফুরায় অতঃপর অস্তিত্ব হারায়
আমি বৃষ্টির জলে ভাসিয়ে দেই শুকিয়ে যাওয়া ফুল
আর প্রবাহিত করি চিবুক জুড়ে বহমান অশ্রু নদী,
যার কোন মোহনা নেই, যার যাত্রা অনন্তকালের।