তুমি যেভাবে যেমন করে চাও,
আকাশ কি তেমন করে বদলায়?
শরতের মেঘ, বর্ষায় খুঁজে কি পাওয়া যায়?
জলধারা নেমে আসে মাটির বুক জুড়ে সহসাই,
আমি বৃষ্টি হলাম, অতঃপর তোমার হেমন্তে উষ্ণতার অন্বেষণ।
আমি যখন কুয়াশা মাড়িয়ে শীতের শীতলতায় বিভোর,
তুমি বসন্তের ফুল হয়ে সুভাস ছড়ায় কার কাননে?
ডাহুকের নয়ন ভিজে যায় অথবা হিজলের ফুল শুকায়
ও মালা আর কেউ ছুঁয়ে দেখে না, বৃথাই তারে গাঁথা।
নারকেল পাতা ছুঁয়ে নামে জোছনার জল, পেঁচার ক্লান্তি
নদীতে ডাকে না বান, জমে থাকা শ্যাওলায় অস্তিত্ব সংকটে।
গড়িয়ে পড়া অশ্রু চিবুক পেরিয়ে মিলে না সুমুদ্দুরে,
তবুও আমাবস্যায় জোয়ারের অপেক্ষা, ভাটায়-
জেগে উঠুক ঘাস,গুল্ম অথবা ফিরে যাক নিকষ আঁধার।
চাঁদের জন্ম হোক ঐ দুর মোহনায়, তারপর দৃষ্টির সীমাবদ্ধতা,
আলো'রা মিশে থাক জল ও জোয়ারে
জোছনার মরণ হোক ঐ কৃষ্ণগহ্বরে।