সে অনেক দিন আগের কথা, আমরা মানে তুমি আর আমি
বৃষ্টিতে ভিজেছিলাম সকাল গড়িয়ে গোধূলি ।
এখনও বৃষ্টি আসে! ভিজি না আর ঠান্ডার লাগার ভয়ে..
এখন উষ্ণতার ছোঁয়া নেই, এখন কৃষ্ণচূড়ার ফুল বিবর্ণ।
ভোর মানে মধ্য দুপুর, শিশিরে ভিজেনি পা কতকাল,
রাত্রি জাগি ঘুমের অভাবে, হয় চাঁদ নয় তো পেঁচা'র সাথে।
মাটির দেয়ালের ন্যায় চৌচির ঠোঁটে'রা, অযত্নে বহুকাল,
রাস্তার টং দোকানে সিদ্ধ পাতার রঙে গলা ভেজানো।
বুকের আর্তনাদ বুকেই বন্দী, অশ্রু নদী শুকায় চিবুকেই,
ক্লান্তি'রা দীর্ঘ হয়, হয় না অপেক্ষার অবসান শুধুই ক্লান্তি।
মেঘ করে, বৃষ্টি আসে ঝিরিঝিরি, কখন বা দমকা হাওয়া,
বৃষ্টি জলে ভেসে গেছে কবেই, আমার সকল চাওয়া পাওয়া।
তবুও আমি প্রতিক্ষায়, অপেক্ষায়
বৃষ্টি জলে উজান ধরে যদি আবার সে আসে ফিরে।
ভিজবো আবার আমরা দু'জন, কৃষ্ণচূড়া ফিরবে রঙে।
যদি সে ফিরে সত্যি করে আসে ফিরে, আমার দুয়ারে...