কান্নায় ধুয়েছি কষ্টের তীব্রতা
ভুলেছি তোমায় শত ব্যস্ততায়।
ভুল করেও চাই না আর তোমাকে
আমার সকল পূর্ণ্যতা মিলিয়েছে শূন্যতায়।
তুমি চন্দ্রগ্রহণ ঢেকেছ পূর্ণিমার শশী
কেড়ে নিয়েছো সকল অধিকার
কি করে বলি আর তোমাকে ভালবাসি?
ভালবাসা চোখের জলে মিশে যায় অজানায়
বিষন্নতায় একাকী প্রহর কেবলই ফুরিয়ে যায়।
চলে যাওয়া প্রহর বহমান, বাড়ে অপেক্ষা কেবল
বুকের খাঁচায় ঢেকে রয় ছাইচাপা ছলনার অনল।
জন্মদাগের মতন স্থানীয় দুঃখের বসবাস আষ্টেপৃষ্টে
মৃত্যু নেই তাই বেচেঁ থাকা হাসি মুখে শত সহস্র কষ্টে।