খোলা আকাশ, মনের সীমাবদ্ধতা প্রসারিত করে।
ব্যথা'রা প্রশমিত হয়, হারিয়ে যাওয়া নক্ষত্রে।
আমি ভেবে নেই, সে ক্ষয়ে যাওয়া নক্ষত্র
আকাশ অথবা মন চেয়েছিল নক্ষত্র এবং সে
জড়িয়ে থাক, আকাশ ও মনে। কিন্তু
যে ক্ষয়ে যাওয়ার আর যে হারিয়ে যাওয়ার
কি মায়া, কি ভালবাসা!
কি কিছুই ধরে রাখতে পারে না তাকে।
সব ঝড় ভুলে আকাশ আবার ঝলমলে নীল,
আমি না হয় নীলে নীলে করি কাটাকাটি।
আকাশেই থাক আমার যত সান্ত্বনা ......