বেঁচে থেকেও যে মৃত্যুর স্বাদ নেয়া যায়,
খুব বুঝেছি!
ভালবেসে বুকে নিয়ে, সরে গেছে অবহেলায়।
চাতকের মতন প্রহর গুনেছি বৃষ্টির প্রতিক্ষায়,
যমদূত এসে ফিরে যায় শেষ অনুরোধ রক্ষায়।
আমি আলিঙ্গন করি বেদনার পাথর হিম শীতলতায়,
অথবা কুরুশ বিদ্ধ করে দেখেছি যিশু ন্যায়,
জলন্ত উনুনে পা দিলে যেমন অনুভূতি হয়,
তারচেয়েও বেশি যন্ত্রণার অবহেলা, মিথ্যে ভালবাসায়।
হাজারও নক্ষত্রের রাত কেটে গেছে আমাবস্যায় হাতরে,
তবুও চোখের পাতাদের এক করিনি যদি সে এসে যায় ফিরে।
তেঁতুল বনে জোনাকি'রা জ্বলে জ্বলে ঘুমিয়ে পড়ে ক্লান্তি নিয়ে,
আমি জ্বালিয়ে রাখি আগুন বুকে, না পাওয়া ব্যথার হাপর দিয়ে।
অবশেষে সকল আয়োজন হয় শেষ,ধূসর বিবর্ণ ছাই,
আহা জীবন! মিছে মায়ায় শূন্য পড়ে রয় পুরোটাই।