রোজ এই পথ ধরে হেঁটে যাওয়া পথিকও একদিন,
হারিয়ে যাওয়া নক্ষত্রের মতন মিলিয়ে যাবে আলোকবর্ষ দুরে।
যেখানে তিনপুরুষেই অস্তিত্ব বিলীন, বড়ো জোড় আরো এক পুরুষ,
সেখানে এই যে হৃদয়ের বসতি, শত জনমের ওয়াদা।
আমি শত জনমের কথা জানি না, যা অস্তিত্বের বাইরে
আমার যা ভালবাসা, আমি এক জনমেই বাসতে চাই।
আমি নামতে চাই গভীরে, যতটা গভীরে তৃতীয় কোন সত্তার অস্তিত্ব বিদ্যমান,
আমি ছুঁয়ে দেখতে চাই তাঁর স্পর্শ, ঈশ্বরের উপস্থিতি হয় অনুভূত।
রাত নামুক নিমপাতায় দীর্ঘদিঘীর জলে অমাবস্যার অন্ধকারে,
আমি নিজেকে আবিষ্কার করি অংকুরিত সত্তার অপেক্ষায়।
এই পথ ধরে হেঁটে যাওয়া পথিক আমি এক জনমের
অংকুরিত সত্তা সময়ে বেড়ে ওঠা, তারপর এবং অতঃপর
পথের ধূলিকণা মিলিয়ে যায় হাওয়া ও জলে ভেসে ভেসে।