তুমি কি তারেই খুঁজো?
যে নক্ষত্রের পতন হয়েছে সভ্যতারও আগে,
তবে আমার অস্তিত্ব সমর্পিত কৃষ্ণগহ্বরে।
বিন্দু, তারও অস্তিত্ব বা অবস্থান বৃদ্ধমান,
যে বায়ু চলাচলে-
এই যে আঙুল ছুঁয়ে ছিল নীল পদ্ম
তারে কি ছোঁয়া যায়?
যদিও মালা হয় হিজল ফুলে, তবুও দামি অর্কিড
আমাকেও মনে রাখা যেতো, তোমার দেয়াল জুড়ে ভ্যানগগ।
চাঁদ ও চোখ, আড়াল করে মেঘেদের দল
তুমি আর আমি অতঃপর প্রেম-
আড়াল করে মিথ্যে অভিমান।
পড়ে থাকে প্রেম, উপেক্ষিত মন আর
দীর্ঘশ্বাস ফেলে পরাজিত মানুষ।