শ্রাবণের মেঘ দেখে মনে হয়,
সে-ও চেষ্টা করেছিল থাকতে—
আকাশের বুক জুড়ে নীল অসীমতায়,
অঝোর ধারায় ঝরে পড়ার আগে।

আমার অশ্রু-নদীও পারেনি ফেরাতে তাঁকে,
প্রবল জলোচ্ছ্বাসে যেমন করে ভেসে যায় তরী—
তুমিও গেছো ফিরে, পাল ছিঁড়ে অজানা সমুদ্রে।

কত চৈত্র, কত খর তাপ মিশে গেছে বুকে,
অভিমানী জল আর যায়নি ফিরে, অভিমান নিয়ে।

তবুও বৃষ্টি নেমেছে, শহর ভিজেছে, অথৈ জল।
আকাশ কি মনে রাখে সব মেঘেদের দল?

ব্যবধান বেড়ে, ভুলে যাওয়া পথে ফিরে কি কেউ?
আমি, ভুল সৈকতে আছড়ে পড়া নাম-না-জানা ঢেউ।