অভিমানী রোদ মেঘেতে হারায়
ঝিরিঝিরি বৃষ্টি তাঁর অপেক্ষায়
ছোঁয়ায় ছোঁয়ায় লজ্জাবতী লাজেতে রঙ্গিন
আমার আকাশ জুড়ে তুমি চন্দ্রবতী প্রতিদিন।


কি যে মায়া, কি যে টান ঐ দু'চোখের মায়াবী ইশারায়,
তুমি সেইজন, যার জন্য হাসিমুখে জীবন দেয়া যায়।
আমি তো নেই আমাতে, তোমাতে বিভোর থাকি সারাক্ষণ।।


কাজল কালো কেশ, কপলের টিপ, আগুন লাগে হৃদয়ে,
জোছনার জল, মন বলে চল তাঁর হাতে নিজকে দেই বিলিয়ে।
একবার বলে দাও সেই কথা, তারপর আমি তোমাতে বিলীন।।