আমি পাখিদের কাছে বেচতে চেয়েছিলাম চাপা কষ্ট যত আমার।
কি অদ্ভূত! সেই পাখি কি-না ডানা ভেঙে পরলো আমার উপর।


এখন পাখির কষ্ট, আমার কষ্ট, দু'ই আমার বেসাতি!
আমি বৃষ্টির জল ছুঁয়ে অশ্রু লুকায়, নই বৃষ্টি বিলাসী।


আমার মন বিবাগী, আমি পেঁচার সাথে সন্ধি করে রাত্রি জাগি,
জন্মান্ধ, আমাবস্যায় জোছনা খুঁজি, যখন চাঁদ নিয়েছে ছুটি।