যে মিশে আছে প্রতিটি রক্ত কণায়
তারে কি এত সহজেই ভুলে থাকা যায় ।
রক্ত প্রবাহিত হয় প্রতিটি শিরায় শিরায়
তোমার নাম আমার অস্তিত্বে, আমার আত্বায় ।
ধমনী থেকে রক্তের আলাদা, যেমন দেহ থেকে ভিণ্ন প্রাণ,
তুমিহীনা ঠিক তেমন আমার জীবন ।
ভুলে যাবে ক্ষতি কি
আমিতো থাকবো না ।
আমার নয়ন, যার সামনে তোমার ছায়া,
আমার হৃদয় , যেখানে তোমার জন্য মায়া ।
আমার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি প্রহর তোমায় ঘিরে ,
যেখানেই যাই আবার ফিরে আসি,
যেমন করে গোধূলী বেলায় সব পাখি ঘরে ফিরে ।
আমার শুরু আমার শেষ সব তোমার তরে ।
আমার জীবন তোমার পাশে থাকা,
আমার মৃত্যু সেতো যদি তুমি যাও সরে ।