হয়তোবা হারিয়ে যাওয়া যায়,
যদিও দৃষ্টির সীমানা থেকে
মনের সীমানা অতিক্রম, কিছুতেই নয়।


হারিয়ে যাওয়া চাঁদ-তারা, ফিরে আসে বারবার
একবার যেয়ে দুরে কেন তুমি ফিরবেনা আবার?
ফিরে আসবে তুমি যেমন করে ফিরে চাঁদ-তারা ভরা পূর্ণিমায়।


অনেক বছর ধরে বহুপথ পাড়ি দিয়ে মিশে নদী সাগর মোহনায়
কি এমন ভুল ছিল যে, তুমি হারাবে বহুদুর অজানায়?
ফিরে এসো তুমি মন মরুভূমি আমার,  
বৃষ্টি তুমি আমি তোমারি আশায়।