কৃষ্ণচূড়া আজ কেন এত বেশী লাল ?
সবার অজান্তে সে ছুলো কি তোমার গাল ।
মেঘেরা কেন আজ এত বেশী অভিমানী
তবে কি তারা আজ তোমার চুল ছুতে পারেনি ।
ও কৃষ্ণচূড়া তুমি হইও না এত লাল
ও মেঘ তুমি করো না এত অভিমান ।
সখি যে আমার লজ্জাবতী, লজ্জাতে সে লাল ।