জীবনে আমার কোন প্রাপ্তি নেই,
নেই কোন আশা ভালবাসা ।
আছে শুধু দুঃখ আর হতাশা ।
আশার কবেই অপমৃত্যু হয়েছে
জীবন কবেই আঁধারে ডুবে গেছে ।
আজ আমি প্রাণহীন দেহ নিয়ে যেন পড়ে আছি
জীবন ভর বাস্তবতার কাছে মার খেয়েছি ।
প্রেম !
কথাটা আজ মনে জ্বালা ধরায় ।
প্রেম সেতো জীবন থেকে রয়েছে বহুদুর অজানায় ।
প্রেমের নামে কেবলই পেয়েছি ছলনা
আজ আমার জীবনের নেই কোন ঠিকানা ।
ঠিকানাহীন জীবন আমার -
কাগজের নৌকার মত সাত সাগরে
আলো নেই, সারাক্ষণ অন্ধকার আমার ঘরে ।
বাস্তবতা আমাকে পদে পদে মার দিয়েছে
আমার জীবন থেকে সব প্রিয়মুখ চলে গেছে ।
হায় কেমন আমার জীবন ?
না পাওয়ার বেদনায় পুড়ে ছাই হয়ে গেছে মন ।
আজ হতাশ মন কেবলই মরণ চায়,
জানি না মরণ আছে কোথায় ?
বাস্তবতার রাজপথে জীবন আমার,
দুঃখ, হতাশা, ছলনার ট্রাক চাপা দিয়েছে বারবার ।
রক্তমাখা জীবন আমার অন্ধকার গলিতে,
আগুন ঝড়া হৃদয় বেদনা ছাড়া কিছু নেই হাতে ।
আর কখনো জীবনে প্রাপ্তি হবে না
পঙ্গু যে জীবন, সেতো চলতে পারেনা ।
সেই আঠারো বছর বয়স থেকে আজ মৃত্যু প্রায়,
জানা হলো না আমার জীবনের সুখ আছে কোথায় ?
কেবলই দুঃখ পেলাম
দুঃখের সাগরে অজানা পথে তরী বেয়ে গেলাম ।
বাস্তবতার রাজপথে জীবন আর কত চাপা পড়বে ?
জানি না এ জীবন কোথায় দাড়াবে ।