এখানে সাগর ঐ দূরে আকাশ
     মধ্যখানে যোজন যোজন দূর।
দাড়িয়ে সাগর পাড়ে তাকালে দূরে
    যেন মনে হয় দু'জন দু'জনে আছে জড়িয়ে।
তুমি আর আমি একই বৃত্তে
      তবুও যেন আজন্ম দুরত্ব।
মিলবে না কভু এক কক্ষপথে।


বৃষ্টি নেমে আসে সাগর বুকে, আকাশ কষ্ট ভুলে
সাগর উষ্ণতায় ফিরিয়ে দেয় ভালবাসা আকাশ পানে।
আমার চোখের নোনা জলে নদী হয়
জানি সে মিশবে না কখনো তোমার মোহনায়।
ও আকাশ, ও সাগর ফিরিয়ে দিও না আমায়
দেখে দেখে তোমাদের, তবুওতো কষ্ট ভুলি।