শহর জুড়ে বকুলের গাছ খুঁজে ফেরা ছেলেটি প্রেমিক,
"তুমি"র খোঁপায় মালা গুঁজে দেবার জন্যই এতো অন্বেষণ।
জিন্স, টি-শার্ট এর যুগে পাঞ্জাবি!
কেউ আর তেমন একটা পড়ে না,
তার উপর আবার হলুদের মাখামাখি!
তা-ও এই ভাদ্র মাসের তাল পাকা রোদে
চটি পায়ে প্রায়ই অতিক্রম করে যায় "তুমি"র মহল্লা
আপন মনে ভেজা শরীর ঘামে।
নিকোটিনের পয়সা বাঁচিয়ে "তুমি"র সাথে বাদামের ভাগাভাগি  
অথবা "তুমি"র উষ্ণ নিশ্বাস শোনার আশায় রাতে পর রাত জাগি।
এরপর কত প্রহর, কত দিবস অথবা রাত কাটে আবেগে ভেসে ভেসে।

অতঃপর "তুমি"র দামি গাড়ি ছুটে চলে রাজ প্রসাদের দিকে
আর আমি হুট ভাঙা রিকশায় করে ফিরি, ফিরতে না চাওয়া নীড়ে।