সব ভুলে যদি ফিরতে চাও আগের ঠিকানায়,
পাবে কি তবে সব আগেরই মতো? যা ছিলো সে সময়।


সময় বহতা নদী  ছুটে চলে অবিরত মোহনার আশায়,
পলি মাটির ন্যায় স্মৃতি গুলো বাঁকে বাঁকে রেখে যায়।


যে নদী মিশে যায় মোহনায়, পূর্ণতা পায় তার  বয়ে চলা,
মরা নদী হারায় গতি, থেমে যায় জীবন ধারা, এখন সে একলা একা।


তুমি না হয় আসলে ফিরে, ভাসবে কি আর নৌকা মরা জলে?
হারাবে কি মন আর? যা হারিয়েছিলো ঐ চোখের কাজলে।