তুমি মুখে বলো সুখের পৃথিবী
তবে কেন চোখের কোণে লুকাও অশ্রু নদী।
আমি তো হয়েছি পাহাড় সেই কবেই কষ্ট নিয়ে বুকে,
তুমি শরতের মেঘ, আবার কেন শ্রাবণ ধারায় ঝড়ছো নিরবধি।
সেও কি গেছে ভুলে তোমার মতন?
যেমনি করে ভুলে ছিলে আমায় তুমি!!
বিশ্বাস করো আজও ভালবাসি তোমায় আমি,
হয়তো বেসে যাবো জনম জনম।
চাইলেও আর হবে না হাটা এক পথে একইসাথে
তোমার আমার পথ যে চলছে সমান্তরাল অনন্তকালে।
আমি রাত হয়ে হারাই, গভীর আঁধার থেকে আরো আঁধারে,
তোমার বালুকাবেলায় তুমি রইলে পড়ে একলা, মরিচিকার চোরাবালিতে।
অতঃপর আমার দুঃখ বিলাস,
তোমার একরাশ দীর্ঘশ্বাস.......