তুমি কি শুনতে পাও আমার বুকে জুড়ে ভাঙনের আওয়াজ?
আমি কিন্তু ঠিকই শুনতে পাচ্ছি
তোমার ভিতরের বনো উল্লাস, আমায় পরাজয়ে।
বৃষ্টি চাইলেই ছেড়ে আসতে পারে ঐ আকাশ'কে কাঁদিয়ে,
আকাশ কি পারে? মাটির বুকে ভেঙে পড়তে!
তাতে পৃথিবীর অস্তিত্ব থাকে?
আমি বলছি না আমি ঐ বিশাল আকাশ,
আমার বিশালতা অতো বড় নয়,
তবে আমি বেদনার সবটুকু নীল আমার এই বুকে ধারণ করতে পারি।
সব ছোঁয়া উষ্ণতা দেয় না, কিছু বিষও ছড়ায়
ভালবাসায় বিশ্বাসের পরিক্ষা দিতে হলে তাকে আর ভালবাসা বলে না।
আমি ভালবাসা আর বিশ্বাস দুইয়ের-ই পরিক্ষা দিয়েছে,
তোমার পাশের মানদণ্ড আমার স্পর্শ করা হয়নি।
আমি চেনা শহরে অচেনা ল্যাম্পপোষ্ট কিংবা দুর সমুদ্রের বাতিঘর,
আজন্ম একাকী নিজেকে বিলিয়ে আলোকিত করেছি সভ্যতা, বারংবার।
অতঃপর দুরে বহুদূরে জাহাজ, হারিয়ে যায় পথিক পায়ে পায়,
ল্যাম্পপোষ্ট আর বাতিঘর দাঁড়িয়ে থাকে ভেঙে পরার অপেক্ষায়।