তখন তুমি নক্ষত্রের মতন
দৃষ্টি সীমার মধ্যে যদিও, ব্যসার্ধের অনেক বাইরে।
আমি বিন্দু হয়ে পড়ে রইলাম,
তুমি ক্রমশই আলোকবর্ষ দুরে।


আমার কলা পাতার জীবন, আমারই থাকলো
আমার ধূসর চোখে তাকিয়ে রাত দীর্ঘ হয়, যেন
অমাবস্যা অনন্তকাল স্থায়ী হতে চায়।


আমার বুকপকেট জুড়ে আজও দুটি বেলীফুলের সৌরভ
সময় বদলে দেয় সবই, তখন তোমার দখলে শুমুখ সুগন্ধি,
জানান দেয় কতটা স্পষ্ট তোমার আমার ব্যবধান।


ব্যবধানে দুরত্ব বাড়ে, ক্রমশ তা আলোকবর্ষ দূর
পাতার বাঁশিতে বাজে কেবলই বেদনার সুর।
আমি সেই ব্যথার সুর বুকের ভিতর আগলে রাখি,
তোমাকে হয়তো ভুলে যাবো, পোষ মানলো না যে পাখি।