আমি দাঁড়িয়ে রই এ পথ ধরে, তাঁর অপেক্ষায়
সে আসবে, তার স্পর্শ, তাঁর চুলের ঘ্রাণে বিমোহিত করবে আমায়।
সে দুরে, হারায়,বাড়ে অপেক্ষা, দীর্ঘশ্বাস আরো দীর্ঘ হয়,
অথচ সে আবিষ্কৃত হয় অন্য কারো রাস্তায়,
অন্য কোন হাত স্পর্শে, তার চুল সুভাস ছড়ায় অন্য কাননে।
আমি বোকা নই! ভালবাসা যেখানে, পাগলামি কিছু থাকেই
তাই বলে আমি পাগল? তার নাম আমার কাছে আরাধ্য।
সে ভালবাসেনি? কি করে বলি, আমি যেভাবে চেয়েছি
হয়তো-বা সেভাবে পাইনি, তাঁর ভালবাসা অন্য রকম।
আমি না হয় পরাজয় স্বীকার করে পরাজিত,
আমি হেরেছি? তাঁকে আমি বিজয়ী করেছি।
"ভালবাসা"কে হারতে না দিয়ে।
ভালবাসা ভালো থাক।
সে-ও ভালো থাক।
আগুন বুকে নিয়ে।
আমি পুড়ে যাই অনন্তকাল ধরে,
ভালবাসার অপরাধ স্বীকার করে।