ফিরে গিয়েও আবার আসা যায়,
পঞ্চমীর চাঁদ যেমন করে ফিরে পূর্ণিমায়।
কেউ না ফিরতে চাইলে পথের কি আসে যায়?
কিছু চোখ থাকে শুধু অপেক্ষার ছায়ায়!