ঐ রুপালী চাঁদ লুকায় মুখ যখন মেঘের আড়ালে,
রাতের আকাশ, রাতের পৃথিবী হারায় নিকষ আঁধারে।


তুমি বন্ধু আলোকিত করো আমার ধূসর পৃথিবী
বিশ্বাস রাখো প্রিয়, আমি হারাবো চিরতরে, তুমি হারাও যদি।


ফুল হয়ে ফুটো তুমি এই মন বাগানে, বসন্ত যেন সারাক্ষণ
উষ্ণতা ছুঁয়ে যায়, ভালো লাগে প্রতিটি প্রহর, হৃদয়ে জাগে শিহরণ।


কল কল ধ্বনি, পাল তোলা নৌকায় দক্ষিণা সমীরণ, জোছনা ছুঁয়েছে জল
বুকের ভিতর আগলে রেখে আগুন, এতো ভাল কে বাসবে বল?


পাখি পাখি বলে ডাকি, পাঁজরে পাঁজরে আদরে রাখি, নজরে নজরে বন্দী।
আমি নয় দুঃখ নিলাম, সুখের ভাগ তোমায় দিলাম, তবুও হোক প্রেমও সন্ধি।