খোলা জানালায় জোছনার জল, জ্বলে আর নিভে জোনাকি।  
ছুঁয়ে দিলাম জোনাকি বাড়িয়ে হাত, খুঁজে নিও তুমি তোমার ব্যালকুনি।


চিঠি আর যায় না আগের ঠিকানায়, তাই জোছনার জলে তোমার খোঁজ।  
এই আমি অবহেলায় জীর্ণ ডাকবাক্স , যার জন্যে ব্যাকুল হতে রোজ।  


তোমার আমার একই শহর, আকাশও এক, তবুও যোজন যোজন দূর।
একলা আমার বৃষ্টি বিলাস গোধূলি বেলা, যেন ব্যথার সমুদ্দুর।


জোছনার আলো ফিকে সব, আমাবস্যায় ডুবে খুঁজি ষোড়শীর চাঁদ।
আমার সমস্ত দিয়ে চেয়েছিলাম তোমায়, সেই কি ছিল অপরাধ?


যে দোষে আমি একলা কাঁদি, তুমিও তো সেই দোষে দোষী।
তোমার ভেলা সুখ নগরে, ভাঙ্গা তরী অথৈ পাথারে ভাসি।


বৃষ্টি বিলাস অথবা বলি দুঃখ বিলাস, ক্ষতি সবটা আমারই।
তবু্ও করেছি ক্ষমা,  প্রেম বলো বা মায়া শুধু সে কারণেই।