মানুষ বাঁচে কয় দিন, বড় জোর ষাট বা সত্তর,
অথচ কি অদ্ভুত, দু'জন চলতে চায় একসাথে হাজার বছর।
চাঁদ আর পৃথিবী মাঝে দুরত্ব যোজন যোজন
অথচ প্রিয়ার আবদারে সেই চাঁদ যেন বর্ষার স্নিগ্ধ কদম।
তাঁরারা তো আরো আরো দূর বহুদূর, তারপরও
মালা হয় কত যতনে প্রিয়তমা, তার কণ্ঠে।
ভালবাসায় নারীরা নদী হয়, পুরুষ প্রায়শঃ পাহাড়
সুখেরা হয় গাংচিল উড়ে উড়ে বেড়ায়, দুঃখ সব নীল।
কংক্রিটের শহরে হাসনাহেনা কোথায়, অতঃপর তার গন্ধ
নাকে এতটা স্পৃষ্ট, মাতাল করে প্রিয়তমা তোমার খোঁপায়।
মেঘেরা শুধু আকাশে নয়, কত অলস বেলা তার চুল ছুঁয়ে
খেলা করেছে প্রেমিকের আঙুলময়।
সবই প্রেমিক মনের কল্পনা, আর
সে অনন্য, শত উপমায়।