উদাসি দুপুরে আবেগী মন ভাবছে তোমায়, তুমি কোথায়?
তুমিও কি আমার মতন ভাবছো এবেলায়?
হাজার রাত, হয়তোবা হাজার দিবস,
ভালবাসার তরে পোড়ামনে হাহাকার অহরনিশ।
তোমার চোখের মায়া, ঐ ঠোটের হাসি, কি ঐ চঞ্চলতা।
আমায় পোড়ায়, জ্বালায়, তোমায় ঘিরে সব অস্থিরতা।
হয়তোবা তোমার চোখে পড়েছে ধরা অথবা না,
আমার সকাল, রাত কিংবা দুপুর, তোমার ভাবনা।
বিশ্বাস রাখো, সব গদবাধা নয়, ভালবাসা এমনই হয়।
নিরবতায় কি করে ভালবাসা! জানবেই না হৃদয় কি কথা কয়।
হৃদয়ের কথা! চোখের পাতায় ডাকছে ভালবাসার মায়ায়,
প্রকাশেই বুঝবে ভালবাসি, বা হলে কি করে বুঝবে আমায়।
আসলেই ভালবাসা এমনই হয়
এমনি করে হৃদয় দিয়ে হৃদয় মিশে প্রেমের মোহনায়।