ভালো লাগার বিষয় গুলো যখন বিরক্তিতে বদলাবে
বুঝে নিতে হবে ভালবাসার বয়স হয়েছে নতুবা
ভালবাসায় আবদার বৃদ্ধি পেয়েছে অকারণে।
ভালবাসার কি বয়স বাড়ে? বাড়ে, অবশ্যই বাড়ে
তবে এই বয়স বাড়া তোমার আমার বয়স বাড়ার মত না,
যেখানে চুল পাকে, চেহারার রং বদলায়, দাঁতে'রা বুড়ো হয়।
ভালবাসার বয়স বাড়ে মানে, আবেগ বদলায় বাস্তবতায়
বেলীফুলের মালার চেয়ে মশার কয়েলের প্যাকেট কিংবা
এক কেজি আয়োডিন যুক্ত লবন প্রাধান্য পায়।
বিশেষ দিবস গুলো আলাদাভাবে মনে থাকে না অথবা
বাসন্তী রঙের শাড়ি কিনে দেয়া হয় না কতকাল,
এ নিয়ে অভিমান হয়েছে, তবে সে অভিমান ভাঙ্গাতে হয়নি।
যেখানে পিয়াজ, তেলের হিসেব তাল মাতাল,
সেখানে বাসন্তী রঙ বড্ড বেমানান।
তার চোখের নীলে ভাসা হয়নি কতদিন অথবা
জোছনায় ভিজিনি, চাঁদও দেখিনি কত রাত।
এখন রাত আসে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ার নিমিত্তে।
জোছনার জল ফিকে সোডিয়াম আলোয়,
শরীর পড়ে রয় শরীরের পাশে, কখনো বা খুঁজে আদিমতা
কিংবা হিসেবের খাতা না মিলানো, পেঁচার ঘুমে ভাগ।
ভিজে চুল ছুঁয়ে সকাল রোদ পুলকিত করে না মন
ছুটে চলা জীবিকায়, ভালো থাকার অসম সমরে।
তারপরও ভালবাসা বাঁচে, তার হাতের শর্ষে তেলে
ভাজা বেগুন ভর্তায়, পুটি মাছের দোপিঁয়াজা
কিংবা শজনে ডাটার ডালে।
দিন শেষে কপালের ঘাম মুছে তার আঁচলে,
অথবা ঠাণ্ডা জলে লেবু চিপড়ানো জলে।
বয়স বেড়ে ভালবাসা এখানে বড্ড বেশি পরিনত,
বাস্তবতায় ঝড়েছে অবুঝ মনের আবেগ যত।
হয়তোবা আবার আমরা জলে ভাসবো, জোছনার জলে।
বিরক্তিরা আবার বদলাবে ভালবাসায়,
আমি যখন জীবিকার অবসরে..............