দুরস্ত দূর্বাদির সেই চোখে কখনো চেয়ে দেখনি তুমি দূর্বার নিছে,
শিশিরের কণা যেন বাইশ ক্যারটের ডায়মন্ড।
আর পাশের খেতে ফলেছে সোনার দানার মত শস্য।


কালো কাক পাখিরা চিহ্ন রেখে যায়, তুমি চলে যাও সেই পথে।
কাথা দিলাম, যেতে যেতে চলে যাবে মাতাল হাওয়ার দেশে।


উপেক্ষা করে তুমি বলিয়োনা আর ভাল্লাগেনা কিছু।
মনে লাগাও দূরদর্শন কাচ, দেখবে ভাল্লাগছে সব কিছু।


কত কিছু করিলা তুমি, কত ঘুরিলা এই দিন দুনিয়াতে।
ভাল লাগাতে জানোনা বলেই তুমি, জানোনা ভালবাসিতে।