আমি নই সেই
নবীন কিশোর
তোমার পদপ্রান্তে
যে অকুতোভয়
দিতে প্রাণ,
আমি নই
সেই যুবা
অট্টহাস্যে
কাঁপায় যে প্রান্তর-
রাজপথ ধরে এসে
পরিহাসে যে তোমায়
তুলে নিয়ে যেতে পারে
তার দুরন্ত ঘোড়ায়;
আমি এক
ছন্নছাড়া ভবঘুরে
তাই ঘুরি দূরে দূরে;
প্রাণদেয়া বেহুদা,
জানি,
দাম নেই কানাকড়ি;
যদি চাও
অন্যকিছু দিতে পারি-
যেমন ধরো
শতমাইলদীর্ঘ
চুম্বন দশকুড়ি
অথবা শঙ্খচূড়ার মত
রুদ্ধশ্বাস আলিঙ্গন।