জীবনে চলার পথে
হাসি-খুশি থেকো
ছোট দুঃখ-বেদনা
সবই ভুলে যেও৷


কি পাবে, কি পাবে না
পরে হিসেব করো৷
পথ চলার শুরুতে
বিনয়ী হতে শেখো৷


প‌্রকৃতি ও সমাজকে
পাঠশালা বানিয়ো,
জীবনের মৌলিক শিক্ষা
সেখান থেকেই নিয়ো৷


জীবনে কিছু হওয়ার অাগে
ভাল মানুষ হতে শিখো
অল্প সময়ে উপরে উঠার
চিন্তা বাদ দিও৷


পরিশ‌্রমের উপার্জনে
যে অানন্দ নিহিত থাকে
তা উপলব্ধির জন‌্য তুমি
কোন এক সাঁঝের বেলায় এক দিনমুজুরের বাড়ি যেও৷