কিসের এত দম্ভ তোমার
শুধু শুধুই শব্দের বাহার৷
মিছে মিছে কথার পাহাড়
তাতে কি কিছু হয়েছে অামার৷


মেহনত করি নিজের হাতে
খোদার দেয়া রিজিক তাতে,
অামায় দেয়া দায়িত্ব যাতে
হয়েছিল ভুল একটু তোমার মতে-অামায় দেয়া দায়িত্বটাতে,
সিদ্ধান্ত নিতেই হলো তোমার,
কেড়ে নিলে তুমি চাকরিটা অামার৷


অনেক অনুনয় বিনয় করে
পিতা, স্ত্রী-সন্তানসহ উপস্থিত হয়ে
দোষ না করেও ক্ষমা চেয়ে
ফিরে এলাম শূন‌্য হাতে-তোমার দেখা না পেয়ে৷


দাম্ভিকতার অনন‌্য দৃষ্টান্ত দিয়ে
মানবতাটাকে বিসর্জন দিয়ে
ইতিহাসে রাখলে তুমি,
স্বৈরাচারীর স্বাক্ষর অাবার৷
হয়েছিল কি ভুল খুবই অামার-
চাকরিটা যে কেড়ে নিলে অামার?


তোমার শব্দ-কথার বাহার
তাতে সমস‌্যা ছিল না যে অার
কেড়ে নিলে তুমি মুখের খাবার
তাতেই যে সমস‌্যা হল অামার৷


একবারও ভাবা হল না তোমার
কিভাবে চলবে দুই সন্তান নিয়ে সংসার অামার,
জুটবে না তাদের পড়ালেখা ও তিনবেলা খাবার
তোমার দাম্ভিকতার কি এতই পাওয়ার?


কিসের এত দম্ভ তোমার,
সময় হবে একদিন সৃষ্টিকর্তার ডাক শোনার৷
চলে যাবে তুমি শূন‌্য হাতে,
পূর্ণ হয়ে মাছুমদের দেয়া অভিশাপটাতে৷
তখন কোথায় রবে দম্ভের পাওয়ার
মিছে মিছে কথার পাহাড়৷