তোমরা এখন বড়ই ক্লান্ত
রোগে শোকে পুরোই পরিশ‌্রান্ত৷
অনেকের মনে হবে তোমারা হয়ে গেছো শান্ত,
তবু,
কোন কিছুতেই তোমরা হবে না বিভ‌্রান্ত৷


অান্দোলন? সে তো অনেক অাগেই ভেঙ্গে গেছে
জান্তার অত‌্যাচার সে তো চুকেছে৷
তোমাদের অান্দোলন বন্ধ করেছে?
নাকি তোমাদেরকে ভয়ে হটিয়েছে?


তোমাদের মধ‌্যে যে অাগুন জ্বল জ্বল করছে,
অাসলেই কি তা নিভেছে?
নাকি তাতে অরো তেজ বেড়েছে?
জান্তার অত‌্যচারে অত‌্যাচারিত হয়ে!


নানান ধরনের উপঢৌকন অাসবে,
টাকা-পয়সা, বাড়ি-গাড়ী দিয়ে বড়লোক করবে,
তোমাদের মধ‌্যেই কাউকে মীর জাফর বানাবে৷
তোমরা কি কেউ পারবে তা মানতে?
নিজেদের দাবি থেকে সরতে?


নিজেদের অধিকার অাদায়ে,
প‌্রজন্মের জন‌্য উদাহরণ ছাপায়ে,
ভবিষ্যতকে কিছু দিয়ে যেতে,
তোমরা হবে নাকো কখনোই ক্লান্ত৷
এবং
কোন কিছুতেই তোমরা হবে না বিভ‌্রান্ত৷