তোমার সাথে হবে দেখা হে অচেনা,
সে কি তোমার ছিল কি জানা?
চেনা-অচেনার মাঝে ছিলাম দুজনে অজানা,
সে কি তোমার ছিল কি জানা?
সময়ের চাহিদায় ভাগ‌্যক‌্রমে ছেরে এলাম ঘরখানা,
সে কি তোমার ছিল কি অজানা?
মানা না মানার দোলাচলে মন শুনল না কোন মানা,
সে কি তোমার ছিল কি অজানা?
কি সমাজ, কি পেশা মন শুনল না কোন মানা,
সে কি তোমার ছিল কি অজানা?


জীবনের অনেকটা সময় পার করে,
কষ্ট-শ‌্রম সবি সহ‌্য করে,
পৃথিবীর সব সুখ তুচ্ছ করে,
চেয়েছিলাম শুধু তোমায় সুখি করতে,
সে কি তোমার ছিল কি অজানা?


তোমার সাথে হবে দেখা হে অচেনা,
যদি বলতে চলে যাবে,
অামাদের বিচ্ছেদ হবে,
পারবোনা জীবন একসাথে পার করতে৷
তাহলে সে মন কি মান তো না সে মানা?


তোমার সাথে হবে দেখা হে অচেনা,
সে কি তোমার ছিল কি জানা?